নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ

আইনসঙ্গত মুদ্রা ছাড়া অতিরিক্ত ৬৪৫ কোটি টাকা ইস্যু করে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আমীর খসরু সোমবার (৩ ফেব্রুয়ারি) মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন।
গত বছরের এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংক নগদের কার্যক্রম পরিদর্শন করে, যার ফলে ১০১ কোটি টাকার বেশি রিয়েল মানির ঘাটতি পাওয়া যায়। এরপর ২১ আগস্ট, ডাক বিভাগের অনুমতিতে প্রশাসক দল নিয়োগ করা হয়। এই পরিদর্শনে ৬৪৫ কোটি টাকার ই-মানি ঘাটতি ও আরও গুরুতর আর্থিক অনিয়মের তথ্য পাওয়া যায়, যার ভিত্তিতে মামলা দায়ের করা হয়।
আপনার মতামত লিখুন