পল্লী সঞ্চয় ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
পল্লী সঞ্চয় ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বাগেরহাটের রামপালে পল্লী সঞ্চয় ব্যাংকের সোয়া ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরণ কুমার মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন ব্যাংকের রামপাল শাখার তৎকালীন ব্যবস্থাপক হামিমা সুলতানা এবং মাঠ সহকারী খান রুহুল আমিন, যাঁরা স্বামী-স্ত্রী। ২০২২ সালে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২২ পর্যন্ত তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেন, যার মধ্যে সদস্যবহির্ভূত ঋণ দেওয়া, গ্রাহকদের থেকে সম্পূর্ণ টাকা না নেওয়া, ভুয়া ঋণ তৈরি করা এবং গ্রাহকদের কিস্তি থেকে টাকা রেখে মোট ২ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৮০২ টাকা আত্মসাৎ করা হয়। হামিমা সুলতানা একাই ৬৮ লাখ ৬৪ হাজার ৪৪৫ টাকা আত্মসাৎ করেছেন, আর খান রুহুল আমিন ৩৯৪ সদস্যের কাছ থেকে ১ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৩৫৭ টাকা আত্মসাৎ করেছেন।

দুদকের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, প্রায় এক বছর আগে এই আত্মসাৎ সংক্রান্ত অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধান শুরু করে, এবং প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়। এছাড়া, আসামিরা তাঁদের অপরাধের নথি নষ্ট করার চেষ্টা করেছিলেন। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।