বায়ুদূষণ কমাতে সরকারি নির্মাণকাজে ব্লকের ব্যবহার বাড়ানোর উদ্যোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
বায়ুদূষণ কমাতে সরকারি নির্মাণকাজে ব্লকের ব্যবহার বাড়ানোর উদ্যোগ

বায়ুদূষণ কমিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষিজমি সংরক্ষণের লক্ষ্যে সরকারি নির্মাণকাজে ব্লকের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এটিকে টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং সফল বাস্তবায়নের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা বলেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক মতবিনিময় সভায় বায়ুদূষণ কমানো ও কৃষিজমি সংরক্ষণে ব্লকের ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ম্যাক্স গ্রুপ ও বাংলাদেশ (AAC Block) অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, নির্মাণ খাতের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ব্লক উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি সহায়তা নিয়ে আলোচনা হয়। ব্লককে ভ্যাটের আওতামুক্ত রাখা, আমদানি করা যন্ত্রপাতির শুল্ক কমানো, উন্নয়ন প্রকল্পে ব্লকের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থার রেট সিডিউল হালনাগাদ করা এবং ব্লকের গুণগত মান নিশ্চিত করতে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI) ও BSTI-এর মাধ্যমে জাতীয় মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ম্যাক্সক্রিট লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ ব্যবহারের জন্য AAC Block গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে AAC Block উৎপাদনে প্রায় দেড়শ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং মানিকগঞ্জে দেশের সর্ববৃহৎ AAC Block কারখানা স্থাপন করা হয়েছে। তবে তিনি সতর্ক করেন, যদি সরকার যথাযথ নীতিগত সহায়তা না দেয়, তাহলে এ খাতে বিনিয়োগ করা কোম্পানিগুলো আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

বিনিয়োগকারীরা জানান, সরকারি প্রকল্পগুলোতে AAC Block ব্যবহারের জন্য নীতিমালা, ঋণ সুবিধা ও শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করা হলে আগামী দুই বছরের মধ্যে দেশে আরও ১০-২০টি ব্লক ব্রিকস ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। তবে গণপূর্ত অধিদপ্তরের রেট নির্ধারণ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তারা জানান, বর্তমান রেট তাদের উৎপাদন খরচের চেয়েও কম, যা সরকারি প্রকল্পে AAC Block ব্যবহারে বাধা সৃষ্টি করছে।

সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, ধাপে ধাপে ব্লকের ব্যবহার বাড়িয়ে নির্মাণ খাতকে আরও পরিবেশবান্ধব করার জন্য সরকারের পক্ষ থেকে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া জরুরি।