বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি রাতে ৯টায় ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যা সংক্রান্ত ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শন করবে সংগঠনটি। তাদের ফেসবুক পেজে জানানো হয়েছে, শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে, যখন তিনি দিল্লীতে বসে বক্তব্য দেবেন। সংগঠনটি সারা দেশের জনগণকে তাদের নিকটবর্তী মোড়ে এই ভিডিও প্রচার করার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি, তারা সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে বিশেষ বুলেটিন প্রচারেরও অনুরোধ জানিয়েছে।