শিক্ষার্থীদের আন্দোলনের পর শাবিপ্রবি ফি কমানোর ঘোষণা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসন শিক্ষার্থীদের দাবির পর অতিরিক্ত সেমিস্টার ও ক্রেডিট ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা চলমান সেমিস্টার থেকেই কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ল্যাব ফি প্রতি ক্রেডিটে ১৫ টাকা কমিয়ে ১৬০ টাকা করা হয়েছে, পূর্বে ছিল ১৭৫ টাকা। তাছাড়া, সেমিস্টার ফি ৫০০ টাকা কমানো হয়েছে। ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে তাত্ত্বিক প্রতি ক্রেডিট ২০ টাকা এবং ল্যাব প্রতি ক্রেডিট ৪০ টাকা কমানো হয়েছে। এসব ফি পূর্বের থেকে ৫০০ টাকা কমানো হয়েছে। ইতোমধ্যে যেসব শিক্ষার্থী ফি জমা দিয়েছেন, তারা রশিদ জমা দিয়ে পরবর্তী সেমিস্টারে সমন্বয় পাবে।
আপনার মতামত লিখুন