ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিদায়ের আহ্বান মান্নার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিদায়ের আহ্বান মান্নার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।

মান্না বলেন, “দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক শৃঙ্খলার অভাব ও আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট। এ পরিস্থিতিতে সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে সরে দাঁড়ানো উচিত, নইলে ফল ভালো হবে না।” তিনি আরও বলেন, “সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে পরিস্থিতি আরও জটিল হবে।”

ছাত্রদের রাজনৈতিক দল করার অধিকার নিয়ে ড. ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, “এ ধরনের মন্তব্য বিতর্ক সৃষ্টি করবে। আমি আগে বলেছিলাম সরকারকে তিন বছর সময় দেওয়া উচিত, কিন্তু এখন বলছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।”

নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এই হত্যার ব্যাখ্যা দিতে হবে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে। ড. ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না। একটি ঘটনা থেকে বড় কিছু ঘটে যেতে পারে।”

সরকারের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মান্না বলেন, “মানুষ এখন প্রশ্ন করছে, কোথায় ঐক্য? শুধুই অনৈক্যের ধ্বনি শোনা যাচ্ছে। সরকার যদি কোনো নির্দিষ্ট দলের স্বার্থ রক্ষা করে, তবে জনগণ তা মেনে নেবে না।”