বিপিএলে ইতিহাস গড়লেন শাকিব খান, মাঠে হতাশা হলেও উদাহরণ তৈরি করল ঢাকা ক্যাপিটালস
বিপিএলের একাদশ আসর শুরুর আগে থেকেই সমালোচনার মুখে পড়েছিল। তবে সবার মাঝে ব্যতিক্রম ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রথমবারের মতো দল গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ভারতের আইপিএলে শাহরুখ খান ও প্রীতি জিনতার মতো বলিউড তারকারা দল পরিচালনা করলেও, বাংলাদেশে এবারই প্রথম কোনো চলচ্চিত্র তারকা ফ্র্যাঞ্চাইজি লিগে বিনিয়োগ করলেন।
শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস যদিও মাঠের লড়াইয়ে পিছিয়ে ছিল, তবে পেশাদারিত্বের দিক থেকে উদাহরণ সৃষ্টি করেছে। দলের অধিনায়ক ছিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার থিসারা পেরেরা। কিন্তু টানা ছয় ম্যাচে হারের পর প্রথম জয় পায় দলটি। এরপরও পরবর্তী পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হারায় তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। মাঠের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছিলেন অধিনায়ক পেরেরা। তবে তিনি স্বীকার করেছেন, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ক্রিকেটারদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল।
ঢাকা ক্যাপিটালস কেবল খেলোয়াড়দের যথাযথ পারিশ্রমিকই পরিশোধ করেনি, বরং বিপিএলের অন্যতম সেরা জার্সির স্বীকৃতিও পেয়েছে। শেষ ম্যাচে মাঠে এসে নিজেই সমর্থকদের মাঝে জার্সি বিতরণ করেছেন শাকিব খান। বিপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির বিপরীতে ঢাকার কোনো ক্রিকেটার পারিশ্রমিক নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি।
ফ্র্যাঞ্চাইজির প্রতি এই দায়বদ্ধতা দেখিয়ে শাকিব খান শুধু বিনোদন জগতের তারকা নন, একজন সফল উদ্যোক্তা হিসেবেও নজির গড়লেন। এবার মাঠের পারফরম্যান্স হতাশাজনক হলেও, ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করে বিপিএলে ভালো করার প্রত্যাশা করেছেন তিনি।
আপনার মতামত লিখুন