শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন

শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলেই ক্রিকেটের প্রতি তার ১৪ বছরের ক্যারিয়ারে ইতি টানবেন। এই টেস্টটি হবে তার শততম টেস্ট।

২০১১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে করুনারত্নের। ২০১২ সালে প্রথমবার শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলেন তিনি, আর সেই টেস্টটি ছিল গলে নিউজিল্যান্ডের বিপক্ষে। এখন, দীর্ঘ ক্যারিয়ারের শেষে, গলেই তার ক্রিকেটের শেষ ম্যাচটি হবে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পরের টেস্টই আমার শেষ টেস্ট, সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছি। খেলা ছাড়ার এই সময়টিই সেরা, কারণ পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩-৪ জন তরুণ খেলোয়াড় আসতে পারে। গলেই আমার অভিষেক হয়েছিল, এখানে শেষ করা দারুণ হবে।’

এখন পর্যন্ত ৯৯টি টেস্টে ৩৯.৪০ গড়ে ৭১৭২ রান করেছেন করুনারত্নে, যার মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি। তার সর্বোচ্চ রান ২৪৪, যা তিনি বাংলাদেশির বিপক্ষে করেছিলেন।