সাফজয়ী নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
সাফজয়ী নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারকে নিয়ে বিতর্ক তুঙ্গে। সাবিনা-সানজিদারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তার অধীনে খেলতে চান না, বরং তিনি থাকলে দল ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাফজয়ী দলের অন্যতম ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। তার দাবি, কয়েকদিন ধরে তিনি ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দুটি ছবি দিয়ে সুমাইয়া লিখেছেন, “আমি মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ফুটবলে আসার পেছনে আমার স্বপ্ন ছিল তরুণদের অনুপ্রাণিত করা। কিন্তু আজ আফসোস করে বলতে হচ্ছে, যে দেশের জন্য শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু উৎসর্গ করলাম, সেই দেশ আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতেও জানে না।”

নারী দলের ফুটবলারদের পক্ষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে একটি চিঠি দেওয়া হয়, যেখানে কোচের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়। শোনা যাচ্ছে, ইংরেজিতে সেই চিঠি লিখেছেন সুমাইয়া। এরপর থেকেই তিনি ভয়াবহ হুমকির শিকার হচ্ছেন।

সুমাইয়া বলেন, “ফুটবল খেলার জন্য বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে, একদিন দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি। এসব শব্দ আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা কল্পনাও করিনি। জানি না, এই মানসিক আঘাত থেকে কবে বেরিয়ে আসতে পারব।”

নারী ফুটবল দলের বর্তমান সংকট কেবল কোচের বিতর্কে সীমাবদ্ধ নেই, বরং এটি ফুটবলারদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং সম্মানের বিষয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।