আজ অনুষ্ঠিত হচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচন।

আজ দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৭০ আসনের এই নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। প্রতিটি আসনে লড়ছে আম আদমি পার্টি (আপ), বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস। যদিও কংগ্রেস ও আপ একসময় জোটে ছিল, এবার কংগ্রেস নিজেই কেজরিওয়ালের দলের বিরুদ্ধে লড়াই করছে।
এবারের নির্বাচনে ১৩,৭৬৬টি ভোটকেন্দ্রে ১ কোটি ৫৬ লাখ ভোটার ভোট দেবে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৩৫,৬২৬ পুলিশ, ১৯,০০০ প্রহরী এবং ২২০ আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হবে।
কংগ্রেস দিল্লিতে এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় নেই, এবং বিজেপি গত ছয় নির্বাচনে একটি আসনও জিততে পারেনি। এবার তারা দিল্লিতে বিজয় নিশ্চিত করতে মরিয়া।
২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২টি আসন জিতেছিল, আর বিজেপি পেয়েছিল মাত্র ৮টি। ১৯৯৮ থেকে ২০০৮ পর্যন্ত কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় ছিল, তবে ২০১৩ সালের নির্বাচনে ফলাফল ত্রিশঙ্কু ছিল। ২০১৫ সাল থেকে ক্ষমতায় রয়েছে আপ।
কংগ্রেস এবার বিজেপি ও আপের বিরুদ্ধে একত্রে লড়লেও, অনেক সমীক্ষা অনুযায়ী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা কম। কেজরিওয়ালও বিজেপি, দিল্লি পুলিশ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন।
আপনার মতামত লিখুন