গাজায় যুদ্ধাহত মানুষের সাহায্যে এগিয়ে আসতে আগ্রহী জাপান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫১ পূর্বাহ্ণ
গাজায় যুদ্ধাহত মানুষের সাহায্যে এগিয়ে আসতে আগ্রহী জাপান।

ফিলিস্তিনের গাজা অঞ্চলের যুদ্ধাহত ও অসুস্থ বাসিন্দাদের চিকিৎসার জন্য জাপান তাদেরকে দেশটি গ্রহণ করার পরিকল্পনা করছে। সম্প্রতি জাপানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, গাজার আহত এবং অসুস্থদের জাপানে নিয়ে চিকিৎসা দেওয়া এবং তাদের শিক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

গাজা এখনও মানবিক সংকটের মধ্যে রয়েছে, যেখানে যুদ্ধবিধ্বস্ত এলাকায় বাস করা মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। এই পরিস্থিতিতে তাদের সহায়তার প্রয়োজন। প্রধানমন্ত্রী ইশিবা বলেন, তাঁর প্রশাসন এমন একটি নীতি তৈরি করতে কাজ করছে, যার মাধ্যমে গাজাবাসীদের চিকিৎসা সম্ভব হবে।

একটি আইনপ্রণেতার প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০১৭ সালে সিরিয়ার শরণার্থীদের জন্য জাপান যে শিক্ষার্থী গ্রহণ প্রকল্প শুরু করেছিল, তেমনি একটি প্রকল্প গাজার জন্যও চালু করার কথা ভাবছে সরকার।