চীন ও হংকং থেকে পার্সেল গ্রহণ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৩ পূর্বাহ্ণ

চীন ও হংকং থেকে পার্সেল গ্রহণ সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন ডাক পরিষেবা (ইউএসপিএস)। তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্থগিতাদেশের ফলে চিঠিপত্রের ওপর কোনো প্রভাব পড়বে না এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। তবে, কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এবং ইউএসপিএসের পক্ষ থেকে এর ওপর কোনো মন্তব্যও করা হয়নি।
এ খবর আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় চীন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পর। ট্রাম্পের নির্বাহী আদেশে ৮০০ ডলার বা তার কম মূল্যের পণ্য শুল্ক বা নির্দিষ্ট কর ছাড়া আমদানি করার সুবিধা বাতিল করা হয়েছে। চীনও তার জবাবে মার্কিন পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
আপনার মতামত লিখুন