ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করতে পারে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪১ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার মালিকানা যুক্তরাষ্ট্র নেবে, এমনটি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর, ওই এলাকায় অর্থনৈতিক উন্নয়ন করা হবে। গত মঙ্গলবার, যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনা ঘোষণা করেন, তবে বিস্তারিত কিছু বলেননি। যদি ট্রাম্প এ পদক্ষেপ নেন, তা হবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির বিরুদ্ধে। এর আগে, ট্রাম্প গাজাকে ‘বিধ্বস্ত এলাকা’ আখ্যা দিয়ে, ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের পরামর্শ দিয়েছিলেন।
আপনার মতামত লিখুন