সেন্ট মার্টিনের বর্জ্য শনাক্ত করতে ড্রোন ব্যবহার করা হবে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ণ
সেন্ট মার্টিনের বর্জ্য শনাক্ত করতে ড্রোন ব্যবহার করা হবে।

সেন্ট মার্টিন দ্বীপে বর্জ্য শনাক্ত করতে ড্রোন ব্যবহার করা হবে, যাতে তা সংগ্রহ করা যায়। আজ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে, যা দ্বীপের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে। এর পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণাও চলবে। পরিবেশ অধিদপ্তরের একটি দল মঙ্গলবার সেন্ট মার্টিনে পৌঁছেছে এবং ড্রোনের মাধ্যমে বর্জ্য শনাক্তকরণ শুরু করবে। দ্বীপের পরিবেশ উন্নয়নের জন্য স্থানীয়দের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারির ১০ অথবা ১২ তারিখ থেকে বর্জ্য অপসারণ শুরু হবে।

এদিকে, সেন্ট মার্টিনে পর্যটক না থাকায় স্থানীয় শ্রমজীবী মানুষদের জীবনে পরিবর্তন এসেছে। যারা আগে ইজিবাইক চালাতেন, তারা এখন মাছ ধরার কাজে অথবা শুঁটকি উৎপাদনে নিয়োজিত। দ্বীপের ব্যবসায়ীরা জানিয়েছেন, পর্যটক না থাকায় মাছের দাম কমে গেছে এবং স্থানীয়রা এখন সস্তায় মাছ খেতে পারছেন। তবে, এই সময়ে বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং নতুন হোটেল নির্মাণ বন্ধের ওপর সরকার এবং পরিবেশ অধিদপ্তরের কঠোর নজরদারি প্রয়োজন।