বিপুল আমদানির পরেও বাজারে অস্থিরতা চলমান।
![বিপুল আমদানির পরেও বাজারে অস্থিরতা চলমান।](https://timesbarta.com/wp-content/uploads/2025/02/oil-20250204180003.jpg)
ভোজ্যতেলের বাজারে বিপুল আমদানির পরেও অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে। সয়াবিন তেলের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে বাজার, কারণ সরবরাহ অর্ধেকও পূর্ণ হচ্ছে না। অভিযোগ রয়েছে যে, বড় পাইকারি বাজারের সিন্ডিকেটগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। বিশেষ করে ১ ও ২ লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না।
এছাড়া, ভোজ্যতেলের দাম আট টাকা বাড়ানোর পরও বাজারে দাম আরো বেড়েছে। মূলত সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেক কোম্পানি তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে, যার ফলে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না।
এদিকে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে এবং দেশে ডলার সংকট চলছে, যা সরবরাহে আরও বাধা সৃষ্টি করেছে। কিছু কোম্পানি শর্তসাপেক্ষে তেল বিক্রি করছে। তবে, সরকার শুল্ক কমানোর পরেও সুফল মিলছে না। রমজানে ভোজ্যতেলের সংকট বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
আপনার মতামত লিখুন