ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সদস্যরা।
হামলাটি আজ দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে ঘটে। হামলাকারীরা ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগান দিয়ে হামলা চালায়।
এ ঘটনায় হামলা চলাকালীন আন্দোলনকারীরা বাড়ির ছাদ, ভিতরে এবং সামনে অবস্থান নিয়েছিল। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং এক পোড়া গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলার ঘোষণা গতকাল সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজে দেওয়া হয়েছিল, যেখানে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি’ কর্মসূচির কথা উল্লেখ ছিল।
আন্দোলনকারীরা দাবি করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ছাত্রদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে। তাদের মতে, এমন খারাপ রাজনীতি করলে তার পরিণতি এই রকমই হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই; এটি তার ছোট ভাই কাদের মির্জার বাড়ি। হামলার সময় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা জমা হয়েছিল।
আপনার মতামত লিখুন