গাজা দখলের পরিকল্পনা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প, নেতানিয়াহুর সমর্থন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা দখলের পরিকল্পনার কথা আবারও জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। এ ছাড়া, গাজায় কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না বলেও জানিয়েছেন তিনি। রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যুদ্ধের পর ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে। ফিলিস্তিনিরা তখন গাজার বাইরে নিরাপদ ও উন্নত এলাকায় পুনর্বাসিত হবে, যেখানে তাদের জন্য নতুন ও আধুনিক বাড়ি নির্মাণ করা হবে।”
এর আগেও ট্রাম্প গাজা পুরোপুরি খালি করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এবার তিনি সরাসরি গাজার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে কথা বলায় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে সমালোচনার তোয়াক্কা না করেই তিনি আবারও তার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করেছেন। যদিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন।
নেতানিয়াহু বলেছেন, “আমি বুঝতে পারছি না এতে কী সমস্যা? তারা গাজা ছাড়তে পারে এবং পরে ফিরতেও পারে। তবে গাজাকে পুনর্গঠন করতে হবে।”
গত ১৫ মাসের সংঘাতের পর ১৯ জানুয়ারি থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, “এই যুদ্ধবিরতি নিয়ে আমার আত্মবিশ্বাস নেই।”
আপনার মতামত লিখুন