ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল হাইকোর্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫২ পূর্বাহ্ণ
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল হাইকোর্ট

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে ১৯ নভেম্বর, হাইকোর্ট একই বিষয়ে এক আদেশে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদান স্থগিত করেছিলেন। আদালত এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোটা পদ্ধতির অনুসরণের কারণে এ আদেশ দেন।

অক্টোবর ৩১ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এই ফল অনুযায়ী, ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছিল।

আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষত লিখিত পরীক্ষা নিয়ে গণমাধ্যমে আসা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধান করতে আদালত নির্দেশ দেন।