দক্ষিণ কোরিয়ায় চীনা চ্যাটবট ডিপসিকের অ্যাক্সেস সীমিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
দক্ষিণ কোরিয়ায় চীনা চ্যাটবট ডিপসিকের অ্যাক্সেস সীমিত

চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ডিপসিক-এর অ্যাক্সেস সীমিত করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির পুলিশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার ডেটা ওয়াচডগ ডিপসিকের কাছে জানতে চেয়েছিল তারা কীভাবে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও পরিবেশন করছে। তবে চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান কোনো উত্তর না দেওয়ায়, তথ্য ফাঁসের সম্ভাবনা রোধে এটি সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে আর-১ নামের একটি নতুন চ্যাটবট বাজারে ছেড়েছে ডিপসিক, যা তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে কম দামে পাওয়া যায়। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর আগে ফ্রান্স ও ইতালিও ডিপসিকের ডেটা ব্যবস্থাপনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সামরিক কাজে ব্যবহৃত কম্পিউটারগুলোতে ইতোমধ্যে ডিপসিকের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাদেরও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মোতায়েন সৈন্যদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।