অবৈধ ভারতীয় অভিবাসীদের শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ
অবৈধ ভারতীয় অভিবাসীদের শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র গতকাল একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে পাঞ্জাবে ফেরত পাঠিয়েছে। এরা বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাস করছিলেন, যার মধ্যে পাঞ্জাব, গুজরাট এবং মহারাষ্ট্রের বাসিন্দারা রয়েছেন।

বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের সি-১৭ বিমানটি অমৃতসরে পৌঁছালে অভিবাসীদের বাঁধন খুলে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখেন তারা অতীতে কোন অপরাধ করেছেন কি না। বিমানে তোলার সময় তাদের হাতকড়ায় পা শিকল পরানো ছিল, এবং এই দৃশ্য যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল বিভাগের প্রধান মাইকেল ডব্লিউ ব্যাঙ্কস পোস্ট করেছেন।

তিনি বলেন, “ভারতের বেআইনি অভিবাসীদের ফেরত পাঠাতে সফল হয়েছে বর্ডার প্যাট্রোল। এখন পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্বে অভিবাসী ফেরত পাঠানো হয়েছে।”