আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ২০২৫, আড়াইহাজার উপজেলার আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ২০০-৩০০ জনের একটি মিছিল ঐ বাড়ির সামনে এসে ভাংচুর শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে অনেকের হাতে হাতুড়ি ও হ্যামার ছিল। তারা আলাদা আলাদা দল হয়ে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়।

ঘটনা জানার পর দ্রুত আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর আড়াইহাজার থানার পুলিশও ঘটনাস্থলে যায়, তবে পুলিশ আসার সঙ্গে সঙ্গে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়ির ক্ষতি ও হামলার জন্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে।