তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্যকে ‘হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসী’ আখ্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্যকে ‘হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসী’ আখ্যা

ফেসবুকে একটি স্ট্যাটাসে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ফ্রান্সে বসবাসরত ইউটিউবার পিনাকি ভট্টাচার্যকে ‘হিন্দু নামধারী ইসলামী সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, পিনাকি বাংলাদেশে ভয়ঙ্কর বর্বরতা, সন্ত্রাস ও নৃশংসতা ছড়াচ্ছেন এবং দেশের জাতীয় সম্পদ নষ্ট করছেন।

তসলিমা নাসরিন আরও উল্লেখ করেন, পিনাকি গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা ও নারীবিদ্বেষের বিরুদ্ধে কাজ করছেন এবং তার কর্মকাণ্ড বাংলাদেশে বিপদ ডেকে আনছে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, এবং আশঙ্কা করেন যে পিনাকি ফ্রান্সেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারেন।