দেশজুড়ে অস্থিরতা, সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক লাইভ বক্তব্যের পর দেশজুড়ে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পাশাপাশি বিভিন্ন দাবিতে মিছিল, অবরোধসহ নানা আন্দোলন কর্মসূচি চলছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, অভ্যুত্থানের অর্জন যেন হঠকারিতায় নষ্ট না হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
তিনি লিখেছেন, “থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি, এই উত্তপ্ত সময়ে কেউ আপনাদের থামতে বলবে না। কিন্তু, আপনারা গালি দিলেও বলব— থামুন।”
তিনি আরও বলেন, “জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির সুযোগ এসেছে। এখন সময় গঠনমূলক রাজনীতি ও উত্তম বিকল্প দেখানোর। প্রতিরোধের জন্য নিজেদের প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির রাখা দরকার।”
অভ্যুত্থানের অর্জন সংরক্ষণের আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, “এটি একটি দীর্ঘমেয়াদি লড়াই। প্রস্তুতি নিন, কিন্তু হঠকারিতা করবেন না। শত্রুরা আপনাদের যে চেহারায় দেখতে চায় বা দেখাতে চায়, সেই পথে হাঁটলে দেশেরই ক্ষতি হবে।”
তিনি আরও যোগ করেন, “হাসিনার শাসনকালের ট্রমা যেন আপনাদের সিদ্ধান্তকে প্রভাবিত না করে। আমাদের নতুন সমাজ ও রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হতেই হবে। এটি দীর্ঘ পথ, কিন্তু আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।”
আপনার মতামত লিখুন