গাজার বিধ্বস্ত ঘরবাড়ির নিচে ১২ হাজার মরদেহ চাপা পড়ার আশঙ্কা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ

গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে, ইসরায়েলের গণহত্যা অভিযানে গাজা উপত্যকার ধ্বংসস্তূপে অন্তত ১২ হাজার মরদেহ চাপা পড়ে থাকতে পারে। তেল আবিব ভারী যন্ত্রপাতি গাজার মধ্যে প্রবেশে বাধা দেওয়ায় উদ্ধার তৎপরতা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তরের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, যেহেতু ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই বিধ্বস্ত ভবনগুলো থেকে মরদেহ উদ্ধার করা অনেক কঠিন হয়ে গেছে।
এছাড়া, গাজায় ১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় ৪৭,৫৮৩ জন নিহত এবং ১,১১,৬৩৩ জন আহত হয়েছেন, যাদের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৭ হাজার শিশু নিহত হয়েছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজায় ত্রাণ প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যার ফলে স্থানীয়দের ন্যূনতম চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
আপনার মতামত লিখুন