চীনে সিচুয়ান প্রদেশে ভূমিধসে ৩০ জন নিখোঁজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইবিন শহরের জিনপিং গ্রামে শনিবার (৮ ফেব্রুয়ারি) একটি বড় ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়ে গেছে। স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে এই ভূমিধস ঘটে, যার ফলে ১০টি বাড়ি চাপা পড়েছে এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ মোকাবেলায় ৩০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন