ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে আটক করেছে ডিবি
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে কর্মরত ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তবে তাকে সুনির্দিষ্ট কোন অভিযোগে এবং কোথা থেকে আটক করা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। পুলিশ সদস্যদের বিরুদ্ধে সারা দেশে গণআন্দোলনে বল প্রয়োগের অভিযোগে হত্যা মামলার পরিপ্রেক্ষিতে এই গ্রেফতারি হয়েছে। মোল্যা নজরুল আগে সিআইডিতে কর্মরত ছিলেন এবং তার বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠেছিল ২০১৩ সালে, তবে পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি দায়মুক্তি পান।
এছাড়া, সরকার পরিবর্তনের পর পুলিশে বদলি ও পদোন্নতির পরিপ্রেক্ষিতে তাকে ৭ অক্টোবর সারদা পুলিশ অ্যাকাডেমিতে সংযুক্ত করা হয়।
আপনার মতামত লিখুন