নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয়

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে, যা ২৭ বছর পর দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি। ভোট গণনায় ৭০ আসনের মধ্যে ৪৮টি আসন নিশ্চিত করেছে বিজেপি, যেখানে আম আদমি পার্টি (এএপি) পেয়েছে ২২টি আসন। কংগ্রেস কোনো আসনই পায়নি।

নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দিল্লির উন্নয়ন ও জনগণের জীবন আরও উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২টি আসনে জয়ী হলেও এবার বিজেপি তাদের পরাজিত করেছে।