‘নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলার জন্য কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি’

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
‘নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলার জন্য কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি’

বিএনপি আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হওয়া পর্যন্ত সারাদেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদী চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা এবং নানা দাবি অন্তর্ভুক্ত থাকবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, “১০ দিনের মধ্যে ৬৪টি জেলায় রাজনৈতিক সভা-সমাবেশ করবে বিএনপি।” এসব সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে এবং কর্মসূচির তারিখ ও সিনিয়র নেতাদের তালিকা মিডিয়াকে জানানো হবে।” রিজভী জানান, এসব কর্মসূচি রমজানের আগেই শেষ হবে।

বিএনপির এই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। তারা ৫ আগস্টের পরিবর্তনকে মেনে নিতে পারেনি।” তিনি বলেন, “গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হবে যদি সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়।”

রিজভী অভিযোগ করেন, “সরকারের ব্যর্থতার কারণে সন্ত্রাসীরা এখনও গ্রেপ্তার হয়নি। যেমন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর, যিনি সন্ত্রাসীদের নিয়ে ভার্চুয়াল মিটিং করেছেন।” তিনি বলেন, “সরকার তাদের কার্যকর পদক্ষেপ নেয়নি, যা সরকারের চরম ব্যর্থতা।”

এছাড়া তিনি সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন, “গণহত্যার মামলার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে? এবং ছাত্র-জনতা-নাগরিকদের গণঅভ্যুত্থানে হামলাকারী অপরাধীদের বিরুদ্ধে কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি?”

রিজভী বলেন, “এই ঘটনায় যদি সঠিক বিচার না হয়, তবে ভবিষ্যতে বাংলাদেশের নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য তা মারাত্মক প্রভাব ফেলবে।”