সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ
সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

অযথা সময়ক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণের জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জরুরি সংস্কারগুলো করা হবে। সংস্কার সম্পন্ন করার পরপরই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করতে চায়। এ বিষয়ে কোনো দ্বিধা বা সংশয়ের সুযোগ নেই।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রেস উইংয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, সরকার ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে সংলাপ শুরু করতে আগ্রহী। যদি রাজনৈতিক দলগুলো রাজি থাকে, তাহলে রোজার মধ্যেও আলোচনা চলবে। তবে দ্রুত নির্বাচনের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলো কী বোঝাতে চায়, তা স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সেক্রেটারি আগেই ব্যাখ্যা দিয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। তবে বর্ষার কথা বিবেচনায় রেখে তা এগিয়ে ২০২৬ সালের মার্চ বা এপ্রিলেও অনুষ্ঠিত হতে পারে।

সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, আশু করণীয় বিষয়ে কমিশনের সুপারিশে যেসব প্রস্তাব এসেছে, তার অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিজস্ব সিদ্ধান্তে সংস্কার কার্যকর করবে, তবে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার মতো বিষয়গুলোর জন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার।

তিনি আরও জানান, আশু করণীয় সংস্কারগুলোর মধ্যে ৫০ শতাংশ এক মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে এবং প্রয়োজনে রোজার মাসেও সংলাপ অব্যাহত থাকবে।