ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ

সৌদি আরব, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু গাজায় ইসরায়েলি অপরাধ ও জাতিগত নির্মূলের বিষয়টি আড়াল করতে চেষ্টা করছেন। সৌদি আরব স্পষ্ট করে বলেছে, ফিলিস্তিনিদের অধিকার তাদের নিজ ভূমিতে রয়েছে, এবং তারা কোনো অনুপ্রবেশকারী নয়, বরং দখলদারদের দ্বারা নির্বিচারে নিপীড়িত হচ্ছে। নেতানিয়াহুর মন্তব্যের পর আরব দেশগুলো যেমন কাতার, জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ক্ষোভ প্রকাশ করেছে। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা আরব নেতাদের বিরোধিতার মুখে পড়ে।
আপনার মতামত লিখুন