অভ্র কী-বোর্ডের জন্য দলগতভাবে একুশে পদক পাচ্ছেন চার নির্মাতা

চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান খান, যিনি জনপ্রিয় বাংলা টাইপিং সফটওয়্যার অভ্র কী-বোর্ডের মূল নির্মাতা। তবে তিনি একা এই কৃতিত্ব নিতে চাননি। তার সঙ্গে আরও তিনজন—রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা—এ পুরস্কারে ভূষিত হচ্ছেন, যাদের অবদান অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ছিল।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। তিনি লিখেছেন, “আমরা জানতাম মেহেদী হাসান খান একা পুরস্কার গ্রহণ করতে আগ্রহী নন। তাই তার অনুরোধে দলগতভাবে চারজনকেই একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ফারুকী আরও জানান, অভ্রর চার নির্মাতা বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও তারা সবাই পুরস্কার গ্রহণের জন্য বাংলাদেশে আসবেন।
এ সিদ্ধান্তকে বাংলা প্রযুক্তি জগতের জন্য এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে, কারণ অভ্র কী-বোর্ড বাংলা ভাষাকে ডিজিটাল জগতে আরও সহজলভ্য করেছে।
আপনার মতামত লিখুন