কেন্দ্রীয় ব্যাংক দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
কেন্দ্রীয় ব্যাংক দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক অভিযোগ তুলেছে। ব্যাংকটি দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের কাছে পাঠানো এক চিঠিতে কাজী সায়েমুজ্জামানের সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যগুলো নিয়ে আপত্তি জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব মন্তব্য সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালার পরিপন্থী। গত সপ্তাহে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কাজী সায়েমুজ্জামান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন, যা সরকারি নীতির বিরুদ্ধে।

এদিকে, আজ রোববার দুদক পরিচালকের নেতৃত্বে একটি দল বাংলাদেশ ব্যাংকে গিয়ে ২৫ কর্মকর্তার নামে কোনো লকার খুঁজে পায়নি। দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন, সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্য কর্মকর্তাদের নামে লকার পাওয়া যায়নি, তবে আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং আদালতের অনুমতির ভিত্তিতে পরবর্তী অভিযান চলবে।