টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠিয়েছে। এছাড়া আরও ৬ লাখ কার্ডের প্রিন্টিং কাজ শেষ পর্যায়ে রয়েছে, যা চলতি মাসেই বিতরণ করা হবে। ১৫ লাখ নতুন কার্ড তৈরির জন্য তথ্য সংগ্রহ চলছে।
টিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মার্ট কার্ডধারী ভোক্তাদের জন্য স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশন কার্যক্রম পরিচালনা করবে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে উপকারভোগী বাছাই, ডাটা প্রদান, কার্ড সচলকরণ, এবং পণ্য বিক্রি মনিটরিং।
টিসিবি স্থানীয় বাজার ও আমদানির মাধ্যমে পণ্য সংগ্রহ করে ডিলারদের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছাবে। ইতোমধ্যে স্মার্ট কার্ডধারীদের জন্য পণ্য বরাদ্দ করা হয়েছে।
প্রথমবারের মতো শেখ হাসিনার সরকারের সময় টিসিবি ১ কোটি পরিবারকে কার্ড প্রদান করেছিল, তবে এসব কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এ অনিয়মের তদন্ত শুরু হয়, যার ফলস্বরূপ ৪৩ লাখ কার্ডধারীকে বাদ দিয়ে ৫৭ লাখ পরিবারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়।
আপনার মতামত লিখুন