ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ধানমন্ডি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ধানমন্ডি

রাজধানীর ধানমন্ডি এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বের ঘটনার জের ধরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ শব্দটি খুলে নিয়ে যান। এতে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়, যা দফায় দফায় প্রায় দুই ঘণ্টা ধরে চলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রথমে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করে নামফলক খুলে ফেলে। এতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে, যা আতঙ্ক সৃষ্টি করে এবং মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দাবি, সকালে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের এক সহপাঠীকে স্লেজিং ও মারধর করেছে। এর প্রতিবাদেই তারা এ পদক্ষেপ নেয়। সংঘর্ষ চলাকালীন সমঝোতা হলেও পরে আবারও এক শিক্ষার্থীকে মারধর করা হয়, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এ অভিযোগ অস্বীকার করে, বরং তারা দাবি করে যে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলা প্রতিহত করতেই তারা প্রতিক্রিয়া দেখিয়েছে।

এ ঘটনার আগে ৫ ফেব্রুয়ারি দুপুরেও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ ধরেই রোববার ফের সংঘর্ষ বাধে।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৫ তারিখের ঘটনার জের ধরেই আজকের সংঘর্ষ হয়েছে। এতে দুই কলেজের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের কারণে যান চলাচল সাময়িক বন্ধ থাকলেও এখন আবার স্বাভাবিক হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় না ঘটে।