নেতানিয়াহু ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রশংসা করে বলেন, “ইসরায়েল এটি বাস্তবায়ন করবে।”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
নেতানিয়াহু ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রশংসা করে বলেন, “ইসরায়েল এটি বাস্তবায়ন করবে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার প্রশংসা করেছেন এবং বলেছেন, ইসরায়েল এটি বাস্তবায়ন করতে চায়। তিনি জানান, ট্রাম্পের প্রস্তাবটি নতুন ধরনের চিন্তাভাবনা এবং গাজায় পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। নেতানিয়াহু বলেন, ট্রাম্পের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের সাময়িকভাবে অন্যত্র সরিয়ে দিয়ে গাজাকে পুনর্গঠন করা, এবং এ কাজটি ইসরায়েল করবে বলে তিনি উল্লেখ করেন।

নেতানিয়াহু আরও বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার পর, শুধুমাত্র সন্ত্রাসবাদে যুক্ত না থাকার প্রতিশ্রুতি দিলে তাঁদের ফিরিয়ে নেওয়া হবে। গাজার বর্তমান পরিস্থিতিকে তিনি বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়া উচিত, কিন্তু এটি জাতিগত নিধন হিসেবে দেখা হবে না।