ম্যাটস শিক্ষার্থীরা চারটি দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
ম্যাটস শিক্ষার্থীরা চারটি দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থীরা চারটি দাবির সমর্থনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন। যদি এ সময়ের মধ্যে তাদের দাবি পূর্ণ না হয়, তবে তারা দুপুর থেকে একযোগে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তিনদিন সময় নিয়েছে, তবে বাকি তিনটি দাবির বিষয়ে কোন সুরাহা পাওয়া যায়নি। তাই তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, গতকাল শাহবাগের দিকে যাওয়ার সময় পুলিশ ম্যাটস শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, যার ফলে ৬০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। হামলার প্রতিবাদ জানিয়ে তিনি দাবি করেন, হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হোক।

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি হলো: ১. সরকারী পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়া। ২. উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগসহ নতুন পদ সৃষ্টি করা। ৩. চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করা এবং কোর্স কারিকুলাম সংশোধন করা। ৪. প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করা।