রোহিতের সেঞ্চুরিতে সিরিজ জয় ভারতের।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
রোহিতের সেঞ্চুরিতে সিরিজ জয় ভারতের।

রোহিত শর্মার টেস্ট ফর্ম ভালো যাচ্ছিল না, সর্বশেষ ১৫ ইনিংসে একবারও ফিফটি করেননি। এমন বাজে পারফরম্যান্সের কারণে ৩৭ বছর বয়সী অধিনায়ককে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল। কিছু মানুষ তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। তবে ওয়ানডে সংস্করণে তার ব্যাটিং ছিল চমৎকার। আজ কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত আবার তার বিধ্বংসী রূপে ফিরে এসেছেন, এবং এতে ইংল্যান্ডকে বড় হারতে হয়েছে। রোহিতের সেঞ্চুরির মাধ্যমে ভারত শুধু ম্যাচ নয়, সিরিজও জিতেছে। দ্বিতীয় ওয়ানডেতে ভারত ৪ উইকেটে জয় পায়।

বৃহৎ লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ও রোহিত উদ্বোধনী জুটিতে ১৩৬ রান যোগ করেন মাত্র ১৬.৪ ওভারে। যদিও গিল ৬০ রান করে আউট হন, কিন্তু তিনি সিরিজ জয় প্রতিষ্ঠা করেছিলেন। বিরাট কোহলি আবারও নিজের ছন্দে ফিরতে পারেননি এবং মাত্র ৫ রান করেন।

তবে রোহিত ১২ চার ও ৭ ছক্কায় ১১৯ রান করে নিজের ৩২তম সেঞ্চুরি পূর্ণ করেন, যা ছিল তার ১ বছর ৩ মাস পর পাওয়া সেঞ্চুরি। তার এই ইনিংসের স্ট্রাইক রেট ছিল ১৩২.২২। রোহিত এখন ছক্কা মারার রেকর্ডেও একের পর এক মাইলফলক অতিক্রম করছেন। ৩৩৮টি ছক্কা নিয়ে তিনি শহীদ আফ্রিদির সর্বাধিক ছক্কা মারার রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন।

রোহিত আউট হওয়ার পর ভারত আরও তিন উইকেট হারালেও, শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের সাহসিকতায় ভারত সহজ জয় পায়। আইয়ার ৪৪ রান করে আউট হন, তবে অক্ষর ৪১ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন সর্বোচ্চ ২ উইকেট নেন। সিরিজের তৃতীয় ওয়ানডে আগামী ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।