সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ও তার পরিবারকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ও তার পরিবারকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তাঁর স্ত্রী শিরিন আখতার ও ছেলে রেজওয়ান শাহনেওয়াজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানসহ চারজনের আয়কর নথি জব্দ করার নির্দেশও দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদক জানায়, রাজ্জাক এবং তাঁর পরিবারসহ অন্যান্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে এবং তারা বিদেশে পালানোর চেষ্টা করছেন।

এছাড়া, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তাঁর ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে এবং তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও তাদের আয়কর নথি জব্দ করা হয়েছে।