অস্ট্রেলিয়ায় ফুটেছে করপস ফ্লাওয়ার, তৃতীয়বারের মতো

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় ফুটেছে করপস ফ্লাওয়ার, তৃতীয়বারের মতো

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল বোটানিক গার্ডেনে’ ফুটেছে বিরল এবং ঝাঁঝালো গন্ধযুক্ত ফুল করপস ফ্লাওয়ার (মৃতদেহ ফুল)। এটি বৈজ্ঞানিকভাবে অ্যামোরফোফালাস টাইটানিয়াম নামে পরিচিত। গত ১৫ বছরে প্রথমবারের মতো এই ফুল ফুটেছে এখানে।

এই ফুলটি সাধারণত ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার রেইনফরেস্টে জন্মে এবং মাছি জাতীয় পোকামাকড়কে আকর্ষণ করার জন্য এর তীব্র গন্ধ ছড়ায়। প্রতি ৭ থেকে ১০ বছরে একবার ফুটে থাকে এই ফুল, এবং বন্য অঞ্চলে এর প্রজাতির সংখ্যা সীমিত, মাত্র ৩০০টি।

ক্যানবেরার নার্সারি ম্যানেজার ক্যারল ডেল জানান, এটি বেশ অবাক করার মতো, কারণ সাধারণত ফুলটি প্রথমবার ফুটতে যে সময় লাগে, তার চেয়ে বেশি সময় ধরে এটি তাদের সংগ্রহে ছিল। দর্শনার্থীরা ফুলের দুর্গন্ধকে বিভিন্ন মৃত প্রাণী, পচা ডিম, নর্দমা এবং আবর্জনার সঙ্গে তুলনা করেছেন।