এসিআইয়ের এমডি আরিফ দৌলা ৩৭.৫ কোটি টাকার শেয়ার কিনবেন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২০ পূর্বাহ্ণ
এসিআইয়ের এমডি আরিফ দৌলা ৩৭.৫ কোটি টাকার শেয়ার কিনবেন।

এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা শেয়ারবাজার থেকে ৩৭.৫ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ দিনের মধ্যে এসিআইয়ের ২৫ লাখ শেয়ার কিনবেন। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া ঘোষণায় তিনি জানান, বর্তমান বাজারমূল্য অনুযায়ী ২৫ লাখ শেয়ারের মূল্য প্রায় সাড়ে ৩৭ কোটি টাকা। এর আগে, গত মাসে তিনি বাজার থেকে ৬ লাখ শেয়ার কিনেছিলেন। গত মাসে কোম্পানির চেয়ারম্যান আনিস উদ দৌলা ও পরিচালক সুস্মিতা আনিসও যথাক্রমে ১৬ লাখ ও ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কিনেছেন। তবে এমডির বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণার পরও এসিআইয়ের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি এবং দাম ৭০ পয়সা কমে ১৪৯ টাকায় দাঁড়িয়েছে।