কুষ্টিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে বালুঘাটে ডাকাতির ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে বালুঘাটে ডাকাতির ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ার কুমারখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে বালুঘাটে প্রায় এক লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপিতলা গড়াই নদীর ঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা ডাকাতি শেষে পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে চলে যায়।

জিলাপিতলা বালুঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ৭-৮ জন ডাকাত চারটি মোটরসাইকেলে এসে বালুঘাটে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ টাকা এবং কয়েকটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আতঙ্ক সৃষ্টি করতে পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে। এনামুল হোসেন আরও জানান, বালুঘাট ইজারা নিতে প্রায় দুই কোটি টাকা ব্যয় করা হয়েছে, এবং তার ধারণা, এই ইজারা দখলের উদ্দেশ্যেই ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, তিনি ঘটনাটি এলাকাবাসী থেকে শুনেছেন এবং পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।