জুনাইদ আহমেদ পলকসহ চার আসামির রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ
জুনাইদ আহমেদ পলকসহ চার আসামির রিমান্ড মঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়। এই সময় পলককে হাতকড়া পরা, বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা যায়। কারাগারে নেওয়ার পর পলক সাংবাদিকদের বলেন, “ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়।” তবে তিনি কার উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন, এমন প্রশ্নে তিনি চুপ থাকেন।

এদিকে আইনজীবীরা জানান, পলকের বিরুদ্ধে বিভিন্ন থানার মামলায় মোট ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং ২৪ দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে। রিমান্ড শুনানিতে পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাই তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়েছিলেন, তবে আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন।