জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য রাষ্ট্রীয় সহায়তা শুরু

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১ শহীদ পরিবার ও ৭ জন আহত ব্যক্তির মধ্যে চেক হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অমূল্য, যা কোনো কিছুর মাধ্যমে মূল্যায়ন করা সম্ভব নয়। আহত ও শহীদদের পরিবারকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হলো এবং তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশ করা হলো।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে। তাই বিচার যেন সুবিচার হয়, অবিচার না হয়, সেটাই নিশ্চিত করতে হবে।” তিনি অপরাধীদের আইনানুগ বিচারের আশ্বাস দেন এবং আহ্বান জানান, কেউ যেন সহিংসতা বা হানাহানিতে না জড়ায়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের শহীদরা ‘জুলাই শহীদ’ এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন। তারা সরকারিভাবে পরিচয়পত্র পাবেন, যা বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য ব্যবহৃত হবে। প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা সহায়তা পাবে, যার মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ১০ লাখ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ২০ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে এবং কর্মক্ষম সদস্যদের সরকারি ও আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।
আহতদের মধ্যে গুরুতর আহতদের এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে, যার মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ৩ লাখ টাকা প্রদান করা হবে। তারা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন এবং আজীবন সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, তারা প্রয়োজনে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসার জন্য সুপারিশ পাবেন এবং কর্মসহায়ক প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা লাভ করবেন।
অন্যান্য আহতদের জন্য এককালীন ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ১ লাখ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ২ লাখ টাকা প্রদান করা হবে। তারা মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন এবং সরকারি বা আধাসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আহতদের জন্য একটি পরিচয়পত্র প্রদান করা হবে, যা সরকারি বিভিন্ন সুবিধা গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হবে।
এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে, যা খুব শিগগির গেজেট আকার
আপনার মতামত লিখুন