মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থায় প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট প্রদান
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ

মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থায় প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট প্রদান করা হয়েছে। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, গত ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়। এর মধ্যে পাসপোর্ট বিতরণের জন্য বিভিন্ন শহরে কন্স্যুলার টিম পাঠানো হয় এবং পোস লাজু (মালয়েশিয়ার পোস্ট অফিস) এর মাধ্যমে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিক বিতরণ অব্যাহত ছিল।
হাইকমিশনের কর্মকর্তারা নিজে পাসপোর্ট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন এবং ছুটির দিনেও কর্মকর্তারা অফিসে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন