ম্যাটস শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান করেছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ণ

ম্যাটস শিক্ষার্থীরা চার দফা দাবি নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে। তারা গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন করে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্যপরিষদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তারা জানিয়েছে, দাবি পূর্ণ না হলে তারা দুপুর থেকে আমরণ অনশন শুরু করবেন।
এছাড়া, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করার পর সোমবার বিকেলে পুলিশের লাঠিপেটায় ১৮ শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা দাবি করেছেন, শূন্য পদে নিয়োগ, নতুন পদ সৃষ্টি, কারিকুলাম সংশোধন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, নতুন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য।
আপনার মতামত লিখুন