রমজান উপলক্ষে ফের চালু হলো টিসিবির ট্রাকসেল, কমেছে সুবিধাভোগীর সংখ্যা

৪০ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। রমজান উপলক্ষে নেওয়া এই উদ্যোগের আওতায় ভর্তুকি মূল্যে পাঁচটি পণ্য বিক্রি করা হচ্ছে। তবে এবার সুবিধাভোগীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও ২৮ মার্চ পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন।
রাজধানীর ৫০টি এবং চট্টগ্রামের ২০টি স্থানে প্রতিদিন ট্রাকসেল কার্যক্রম চলবে, তবে সাপ্তাহিক ছুটির দিন এই কার্যক্রম বন্ধ থাকবে। আগেরবার প্রতি ট্রাকে ৩৫০ জন ক্রেতা পণ্য পাওয়ার সুযোগ পেলেও এবার সংখ্যা কমিয়ে ২৫০ জন করা হয়েছে। নির্ধারিত মূল্যের তালিকায় রয়েছে ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, চিনি প্রতি কেজি ৭০ টাকা এবং খেজুর প্রতি কেজি ১৫৫ টাকা।
উচ্চমূল্যের বাজারে স্বস্তি দিতে টিসিবি গত বছরের ২৪ অক্টোবর ট্রাকসেল কার্যক্রম শুরু করেছিল। তবে দুই মাস পর ৩১ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়। আসন্ন রমজান মাস
আপনার মতামত লিখুন