লিবিয়ায় ২৩টি মৃতদেহ উদ্ধার, ঢাকা থেকে ইতালি যাওয়ার জন্য ১৬ লাখ টাকায় চুক্তি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ণ
লিবিয়ায় ২৩টি মৃতদেহ উদ্ধার, ঢাকা থেকে ইতালি যাওয়ার জন্য ১৬ লাখ টাকায় চুক্তি।

মাদারীপুরের রাজৈর উপজেলার কুদ্দুস ব্যাপারী (৩৩) মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসে স্থানীয় দালাল মনিরের প্রলোভনে পড়ে ১৬ লাখ টাকার ‘বডি কন্ট্রাক্ট’ চুক্তি করে ইতালি যেতে রাজি হন। অবৈধভাবে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর পথে নৌকাডুবির ঘটনায় কুদ্দুস ও তাঁর ভগ্নিপতি সুজন হাওলাদার মারা গেছেন।

কুদ্দুস মনিরের কাছ থেকে ১৬ লাখ টাকা দিয়ে ‘বডি কন্ট্রাক্ট’ চুক্তি করেন, যার আওতায় তাঁকে ইতালি পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপর কুদ্দুস ও সুজনকে মিসর হয়ে লিবিয়া পাঠানো হয় এবং সেখান থেকে তারা ২৪ জানুয়ারি নৌকায় চড়ে ভূমধ্যসাগর পার হচ্ছিলেন, কিন্তু নৌকাটি ডুবে যায়। সুজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, তবে কুদ্দুসের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

মনির, যিনি পূর্বে দরজির কাজ করতেন, এখন মানব পাচারের দালাল হিসেবে পরিচিত। তাঁর তিন জামাতা লিবিয়ার মানব পাচারকারী মাফিয়াদের সঙ্গে যুক্ত। মনিরের কাজ ছিল সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে তাঁদের অবৈধভাবে ইতালি পাঠানো। গত কয়েক মাসে তিনি ১৬ লাখ টাকায় বেশ কয়েকটি চুক্তি করেছেন।

এ ঘটনায় পুলিশ মামলা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং কিছু দালালের নামও জানা গেছে। পুলিশ অভিযানে নেমেছে এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করছে।