লিবিয়া উপকূলে নৌকা ডুবে পাকিস্তানি নাগরিকসহ ৬৫ জনের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ

লিবিয়ার উপকূলে ১০ ফেব্রুয়ারি একটি নৌকা ডুবে পাকিস্তানি নাগরিকসহ প্রায় ৬৫ জন যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জাওইয়া শহরের উত্তর-পশ্চিমে মার্সা ডেলা বন্দরের কাছে। পাকিস্তান দূতাবাস নিহতদের শনাক্ত করতে জাওইয়া হাসপাতালে একটি দল পাঠিয়েছে।
লিবিয়া উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে, এবং সাম্প্রতিক মাসগুলোতেও এরকম ঘটনার সংখ্যা বেড়েছে। পাকিস্তান সরকার এই ধরনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এবং এই বিষয়ে ধর্মীয় ফতোয়াও জারি করা হয়েছে, যাতে মানুষ অবৈধ পন্থায় বিদেশে যাওয়ার বিরুদ্ধে সচেতন হন।
আপনার মতামত লিখুন