সমাজবিরোধী হুমকি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ

সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হুমকি দিচ্ছে, যা পুলিশ কর্তৃপক্ষের নজরে এসেছে। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া অপরাধ, এবং এ ধরনের হুমকির শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা কাছের থানায় অভিযোগ জানানোর অনুরোধ জানানো হচ্ছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন