আকাশপথে যাত্রীদের প্রকৃত ভাড়ায় ভ্রমণ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
আকাশপথে যাত্রীদের প্রকৃত ভাড়ায় ভ্রমণ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথে যাত্রীদের প্রকৃত ভাড়ায় ভ্রমণ নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে প্রকাশিত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।

পরিপত্রে বলা হয়েছে, যেকোনো টিকিট বুকিং, বিশেষ করে গ্রুপ-টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিংয়ের তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল করবে। একইভাবে, ইতোমধ্যে ব্লককৃত গ্রুপ-টিকিটগুলোর বিক্রয় আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত করতে হবে, অন্যথায় তা পরবর্তী তিন দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলো বাধ্যতামূলকভাবে টিকিট বিক্রয়ের প্রকৃত মূল্য মন্ত্রণালয়কে অবহিত করবে এবং এ তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সব এয়ারলাইন্সকে অনলাইনে টিকিট বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং টিকিটের গায়ে প্রকৃত মূল্য প্রদর্শন করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ অনুযায়ী, টিকিটের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। ট্রাভেল এজেন্সিগুলো বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত মূল্যের টিকিট ও বিক্রয়ের রসিদ প্রদান করবে। যদি কোনো এজেন্সি চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করে, তবে তাদের নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে।

এছাড়া, বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াগামী প্রবাসী কর্মীদের টিকিটের দাম কমানোর লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বন্ধের নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব নির্দেশনার মাধ্যমে সরকার আকাশপথে যাত্রীদের সুষ্ঠু ও ন্যায্য ভাড়ায় ভ্রমণ নিশ্চিত করতে চায়।